বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

২০২৬ বিশ্বকাপে ভারত

Published on: November 24, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

কুয়েতকে  হারিয়ে স্বপ্ন দেখাতে শুরু করেছিল,কাতারের কাছে ৩-০ গোলে হেরে জোরাল ধাক্কা।সুনীল ছেত্রীদের বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে  কি?কাতার, কুয়েত, আফগানিস্তান ও ভারত,শীর্ষে কাতার।আফগানিস্তানকে ৮-১ গোলে বিধ্বস্ত করেছে কাতার।কুয়েত  ৪-১ গোলে আফগানিস্তানকে  হারিয়ে দ্বিতীয় স্থানে।এই মুহূর্তে ভারতের গোলপার্থক্য -২, কুয়েতের +২।

নভেম্বর থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত দু’বার করে একে অপরের বিরুদ্ধে খেলবে কাতার, কুয়েত, আফগানিস্তান ও ভারত  হোম ও অ্যাওয়ে ম্যাচ ফর্ম্যাটে। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করার জন্য গ্রুপে প্রথম দুইয়ের মধ্যে থাকতেই হবে ভারতকে। প্রথম দুইয়ের মধ্যে থাকলে বিশ্বকাপে তৃতীয় রাউন্ডেও জায়গা করে নেবে ভারত।

প্রথম দুইয়ের মধ্যে থাকতে না পারলেও বিশ্বকাপে খেলতে পারে ভারত।তৃতীয় রাউন্ডে প্রত্যেক গ্রুপের তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দল চতুর্থ রাউন্ডে খেলবে। সেই দলগুলি একটি করে ম্যাচ খেলবে নিরপেক্ষ মাঠে ।গ্রুপ শীর্ষে দল থাকবে, বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। রানার আপ দলগুলি পৌঁছবে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের পঞ্চম রাউন্ডে।অর্থাত্‍ ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা বেঁচে থাকল ভারত এর।

Join Telegram

Join Now