জাতীয় চিকেন দিবস উপলক্ষে ট্যাবলোর উদ্বোধন
মালদা :- পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর-এর সহযোগিতায় এবং ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন-এর উদ্যোগে জাতীয় চিকেন দিবস উপলক্ষে একটি ট্যাবলোর উদ্বোধন। মঙ্গলবার সমষ্টি প্রাণি সম্পদ উন্নয়ন আধিকারিকের করনে ১১:৩০ নাগাদ ফিতে কেটে ট্যাবলোর উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এর উপ অধিকর্তা ডাক্তার উৎপল কুমার কর্মকার। সঙ্গে ছিলেন ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন-এর মালদা জেলা চেয়ারম্যান অনুপ দাস, রাজ্য সদস্য টুনটুন শাহা সহ অন্যান্য আধিকারিক।
আধিকারিক উৎপল বাবু জানান, জাতীয় চিকেন দিবস উপলক্ষে একটি টেবলো উদ্বোধন করা হয়েছ, এই ট্যাবলোটি মালদা জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে চিকেন এর ব্যবহার এবং তার উপকারিতা মাইকিং এর মাধ্যমে জনসাধারণের কাছে তুলে ধরবে। পোল্ট্রি মাংস শিশুসহ মানুষের শরীরে কত প্রয়োজন এবং কি পরিমাণে প্রোটিন রয়েছে বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করবে।