শিল্প মন্ত্রীর হাতে শিল্প কারখানার সূচনা
পুরাতন মালদার নারানপুর মিশন রোড এলাকায় অবস্থিত শিল্পতালুক, সেই এলাকায় বৃহস্পতিবার শিল্প কারখানার শুভ সূচনা
পুরাতন মালদার নারানপুর মিশন রোড এলাকায় অবস্থিত শিল্পতালুক, সেই এলাকায় বৃহস্পতিবার শিল্প কারখানার শুভ সূচনা করে মন্ত্রী ডক্টর শশী পাঁজা। সঙ্গে ছিলেন রাজ্যের দুই প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন,
সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, পুরাতন মালদার চেয়ারম্যান কার্তিক ঘোষ, বিধায়ক আব্দুল রহিম বক্সি, সমর মুখার্জী, চন্দনা সরকার, গোপাল সাহা সহ অন্যান্য অতিথিবর্গ।
এদিনের কর্মসূচির মাধ্যমে উপস্থিত সকল অতিথিদেরকে সম্মানপূর্বক বরণ করা হয় তার পর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং আনুষ্ঠানিকভাবে এই শিল্প কারখানার সূচনা করেন। মন্ত্রী শশী পাঁজা।