বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন
11 নম্বর ওয়ার্ড বিজেপি নির্বাচনী কার্যালয় উদ্বোধন হলো । আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে উদ্বোধন করলেন 13 নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী দেবাশিস সরকার , সঙ্গে ছিলেন প্রাক্তন বিজেপি বর্ধমান জেলার সভাপতি শুভম নিয়োগী ।
এইবার থেকেই নির্বাচনী সমস্ত কাজকর্ম করা হবে 11 নম্বর ওয়ার্ডের । বর্ধমান শহরে 35 টি ওয়ার্ডের মধ্যে এই প্রথম উদ্বোধন হলো বিজেপির নির্বাচনী কার্যালয় ।