২১ তম খালবিল-চুনো মাছ উৎসবের উদ্বোধন

পূর্ব বর্ধমান :- ২১তম খালবিল-চুনো মাছ, পিঠেপুলি ও প্রাণী কল্যাণ উৎসবের উদ্বোধন হল আজ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং রাজ্যের প্রাণিসম্পদ মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে ২১ বছর ধরে এই উৎসব পালিত হচ্ছে। এদিন এই উৎসবের শুভ উদ্বোধন করেন,চলচ্চিত্র অভিনেত্রী ও বিধায়ইকা জুন মালিয়া।


উপস্থিত ছিলেন, মন্ত্রী স্বপন দেবনাথ,জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহ সভাধিপতি দেবু টুডু,মৎস্য দফতরের অতিরিক্ত শচিব ড.তাপস পারিয়া, পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন সহ একাধিক বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা।

উলেখ্য এদিন মন্ত্রী জানান,একসময় এই জলাশয় দুরাবস্থা হয়ে পড়ে ছিল এবং চুনো মাছ বিলুপ্তের দিকে যাচ্ছিলো সেই সব কথা মাথায় রেখে ভাগীরথী নদীর সঙ্গে সংযুক্ত এই পাঁচ কিলোমিটার জলাশয় এখন পূর্ণাঙ্গ আকার পেয়েছে। এই মুহুর্তে পূর্বস্থলী বাঁশদাহ বড় কোবলা বিদ্যানগর এখন পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে।

আগামীদিনে ইকো টুরিরিজম গড়ার চিন্তাভাবনা চলছে। অন্যদিকে গ্রামবাসীরা জানান,এই উৎসবকে ঘিরে দূরদূরান্ত থেকে মেলা ও পিকনিক করতে আত্মীয় স্বজন ও ভিন জেলা থেকে মানুষরা আসেন এখানে । প্রতিনিধি পিন্টু প্যাটেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *