বর্ধমান শহরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়ে গেল

বর্ধমান শহরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় পূর্ব বর্ধমান জেলার সদর শহর বর্ধমানে ১৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। শহর জুড়ে ফের গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শহরের ৩৫ ওয়ার্ডের সবকটিতেই করোনা আক্রান্তের হদিস মিলেছে।

সংক্রমণ ঠেকাতে জোর তত্‍পরতা শুরু করেছে পুলিশ প্রশাসন পুরসভা। বর্ধমান থানার উদ্যোগে এলাকায় এলাকায় ধরপাকড় চলছে। মাস্ক না পরা বাসিন্দাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। বাড়ির বাইরে বের হলে মাস্ক পরা বাধ্যতামূলক বলে প্রচার চালাচ্ছে প্রশাসন। পৌরসভার পক্ষ থেকেও সকাল থেকে রাত পর্যন্ত বাসিন্দাদের সতর্ক করতে মাইকে প্রচার করা হচ্ছে।

পূর্ব বর্ধমান জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৮১ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৩৯ জনই বর্ধমান শহরের বাসিন্দা। এই শহরে বুধবার ৮৬ জন আক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন ২৯ জন। তিন দিনে ৪ গুণেরও বেশি সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্যাপক উদ্বিগ্ন জেলা প্রশাসন।

বাসিন্দাদের সচেতন করতে তত্‍পরতা আরও বাড়ানো হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। গত ২৪ ঘন্টায় মেমারি পৌরসভা এলাকাতে ১৯ জন আক্রান্ত হয়েছেন। কালনা পৌরসভা এলাকায় আক্রান্ত হয়েছেন ১৮ জন। এছাড়া গুসকরা পৌরসভা এলাকায় দুজন ও কাটোয়া পৌরসভা এলাকায় একজন করোনা আক্রান্ত হয়েছেন।

শুধু বর্ধমান শহর নয়, বর্ধমান শহর লাগোয়া বর্ধমান ১ নম্বর ব্লকে২৪ জন ও বর্ধমান দু’নম্বর ব্লকে ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। গলসি ১ নম্বর ব্লকের করোনা আক্রান্ত হয়েছেন ১৫ জন। ভাতার ব্লকে ১০ জন আক্রান্ত হয়েছেন। জামালপুর ব্লকের করোনা আক্রান্ত হয়েছেন ১৩ জন। মেমারি এক নম্বর ব্লকে ১২ জন ও মেমারি দু’নম্বর ব্লকের ২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলকোট ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ৬ জন।

পূর্বস্থলী ১ নম্বর ব্লকে পাঁচজন ও পূর্বস্থলী দুই নম্বর ব্লকে তিনজন আক্রান্ত হয়েছেন। রায়না এক নম্বর ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ৫ জন। রায়না দু’নম্বর ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ৬ জন। জামালপুর ব্লকের করোনা আক্রান্ত হয়েছেন ১৩ জন। কালনা ১ নম্বর ব্লকে সাত জন ও কালনা দু’নম্বর ব্লকে তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। কাটোয়া ১ নম্বর ব্লকের একজন, কাটোয়ার দু’নম্বর ব্লকে ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *