পূর্ব বর্ধমানে তৃতীয় লিঙ্গের মানুষদের স্বার্থসাথী কার্ড তুলে দিলেন পঞ্চায়েত মন্ত্রী

তৃতীয় লিঙ্গর মানুষরা চিরকালই অবহেলিত। যেকোনো জায়গায় চিকিৎসা করাতে গেলে তাদের এতদিন সেই নির্দিষ্ট স্থানের নির্ধারিত খরচ বহন করতে হতো। এবার তাদের জন্য এগিয়ে এলো রাজ্য সরকার।শুক্রবার শহরের টাউন হলে পঞ্চিমবঙ্গ সরকারের উদ‍্যোগে বর্ধমান প্রশাসনের সহযোগিতায় সৃষ্টিশ্রী মেলার উদ্বোধনী মঞ্চ থেকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় হাত দিয়ে তৃতীয় লিঙ্গের মানুষের হাতে স্বাস্থ্য সাথী কার্ড প্রদান করা হলো।

স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে খুশি তারা। তারা জানান রাজ্য সরকার যে তাদের কথা ভেবেছে এজন্য তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছে কৃতজ্ঞ। আগামী দিনে সর্বতোভাবে রাজ্য সরকার তদের পাশে থাকবে বলে আশাবাদী তারা। স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে আপ্লুত এদের একজন তামান্না ঘোষ বলেন সরকার যখন স্বীকৃতি দিয়েছে আশাকরি আগামী দিনে আমাদের প্রতি সাধারণ মানুষের অবহেলা ও বঞ্চনা কমবে।

এদিন পঞ্চায়েত মন্ত্রী ছারাও উপস্থিত ছিলেন রাজ‍্যের গ্ৰন্থাগার মন্ত্রী সিদ্দীকুল্লা চৌধুরী ,মন্ত্রী স্বপন দেবনাথ ,জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা ,জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন সহ অনান‍্য জেলার প্রশাসনীক আধিকারিরা উপস্থিত ছিলেন।এদিন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় মেলায় সমস্ত স্টল ঘুড়ে দেখেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *