আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

বর্ধমানে বিদ্যালয় থেকে অনুদানের টাকা ফেরত দিতে চাইলেও অভিভাবকরা নিতে অস্বীকার করছেন

Published on: February 3, 2022
---Advertisement---

ছাত্র ভর্তির নামে অনুদান স্বরূপ বিদ্যালয় টাকা নিচ্ছে এটাই ছিল প্রচলিত ঘটনা। কিন্তু বিদ্যালয় অনুদানের টাকা ফেরত দিতে চাইলেও অভিভাবকরা নিতে অস্বীকার করছেন এ ঘটনা সচরাচর দেখা যায় না কিন্তু এমনই এক অভিনব ঘটনা ঘটলো বর্ধমান শহরের অন্যতম নামি স্কুল বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে। বিদ্যালয় প্রাথমিক বিভাগ নিয়ে দীর্ঘদিন অভিযোগ ছিল।

অভিযোগ ছিল সরকারি স্কুলে অনুদানের নামে হাজার হাজার টাকা নিচ্ছেন প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক। সেই নিয়ে তদন্তও হয় এবং তদন্তের পর জেলা বিদ্যালয় পরিদর্শক অভিভাবকদের সেই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। সেই টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছিল স্কুলের তরফে। কিন্তু আজ হঠাৎই কয়েকজন অভিভাবক এসে টাকা নিতে অস্বীকার করে এবং যারা টাকা নিয়েছিলেন তারাও সে টাকা ফেরত দিতে উদ্যত হয়।

এ প্রসঙ্গে বিদ্যালয়ের অভিভাবকদের বক্তব্য,’ ছোট বাচ্চাদের অনেক সমস্যা রয়েছে। তাই বাচ্চাদের যথার্থ পর্যবেক্ষণ ও বিদ্যালয়ের উন্নত পরিকাঠামোর স্বার্থে আমরা চাই বিদ্যালয় এই অনুদান নিক এবং বাচ্চাদের দিকে যথার্থভাবে নজর দিক।’ এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য কোনো বক্তব্য রাখতে রাজি হননি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment