বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বর্ধমানে যাত্রী সেজে বাসে উঠে প্রায় আড়াই লক্ষ টাকা চুরি , গ্রেফতার ২

Published on: February 10, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

যাত্রী সেজে বাসে উঠে এক রাইসমিল মালিকের ব্যাগ থেকে প্রায় আড়াই লক্ষ টাকা কেপমারির ঘটনায় দুই মহিলাকে গ্রেফতার করল পুলিশ। ধৃত দু’জনেরই বাড়ি বীরভূম জেলার আমোদপুর থানার সাহানিপুর এলাকায়। ধৃতদের বৃহস্পতিবার বর্ধমান আদালতে পাঠানো হয়। ভাতারের রাইসমিল মালিক অরূপ ভট্টাচার্যের অভিযোগ, বুধবার দুপুর নাগাদ বর্ধমান শহরের একাধিক জায়গা থেকে পাওনা টাকা তুলে নিয়ে তিনি বাসে করে রাইসমিলে ফিরছিলেন।

তাঁর ব্যাগে ছিল ২ লক্ষ ৪১ হাজার ২৩০ টাকা। দেওয়ানদিঘির কাছে কয়েকজন মহিলাকে শিশুসন্তান কোলে নিয়ে বাসে উঠতে দেখেন অরূপবাবু। বাসে মোটামুটি ভিড় ছিল। মহিলাদের মধ্যে দু’তিনজন অরূপবাবুর গা ঘেঁষে দাঁড়ায়। কিছুটা আসার পরে ওই মহিলারা নেমেও যায়। এর পর অরূপবাবু খেয়াল করেন, তাঁর ব্যাগের তলার দিকটা ব্লেড দিয়ে কাটা। ভিতরের টাকা নেই!

সঙ্গে সঙ্গে চ্যাঁচামেচি করতে শুরু করেন তিনি। স্থানীয়রা জানান, বর্ধমান-কাটোয়া রুটে এর আগেও বাসযাত্রীদের থেকে টাকাপয়সা, মোবাইল ইত্যাদি কেপমারির ঘটনা ঘটেছে। বিশেষ করে মহিলাদের একটি গ্যাং এই ধরনের কেপমারির সঙ্গে যুক্ত বলে জানতে পেরেছে পুলিশ। ধৃতদের জেরা করে চুরি যাওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

Join Telegram

Join Now