বাংলায় এক ধাক্কায় কমলো দৈনিক করোনা সংক্রমণ

টিকাকরণ ও কড়া বিধিনিষেধ এই দুইফলায় রাজ্যে জব্দ করোনা। ধীরে ধীরে বাংলা থেকে থাবা আলগা হচ্ছে করোনার। পুজোর মুখে যা রাজ্যের পক্ষে সুখবর বলে মনে করছেন চিকিত্‍সকেরা। গতকালের পড়েও আজ রাজ্যে একধাক্কায় কমেছে করোনার দৈনিক সংক্রমণ। সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৫২৪ জন।

রবিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৩৫ জন। গত ২৪ ঘণ্টা করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের। করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়েছেন ৬০৮ জন। অর্থাত্‍ দৈনিক করোনাজয়ীর সংখ্যা দৈনিক সংক্রমিতের চেয়ে বেশি। এটাই মূল আশার খবর বলে মনে করছে চিকিত্‍সকেরা।

রাজ্যে ক্রমশই দুর্বল হচ্ছে করোনা। ধীরে ধীরে করোনার থাবা থেকে মুক্ত হচ্ছে বাংলা। টিকাকরণেও বাংলার সাফল্যের জন্য রোধ করা যাচ্ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১০৫ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা, আক্রান্তের সংখ্যা ১০৩। এই দুই জেলাই চিন্তা বাড়াচ্ছে রাজ্যে।

গত ২৪ ঘণ্টায় ৬৩৫ জনের করোনা সংক্রমণের জন্য রাজ্যের মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৬২ হাজার ১৭৩ জন। এদিকে সংক্রমিতের হার বা পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১.৯৯ শতাংশ।

একদিনে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা ৬০৮ জনে আর এই কারণেই রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়াল ৭ হাজার ৮১০ জন। সুস্থ হয়ে ওঠার হার দাঁড়াল ৯৮.৩১ শতাংশ। রাজ্যে জোর দেওয়া হয়েছে টিকাকরণে। তাই করোনার সংক্রমণের হার কমছে বলেই মনে করছেন চিকিত্‍সকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *