বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

রাস্তা উপরেই চলছে অবৈধভাবে ব্যবসা

Published on: August 26, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

প্রবল বৃষ্টির জেরে রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের বেলাকোবা পূর্ত সড়কের সাথে রয়েছে বেলাকোবা দৈনিক  বাজার। সেই বাজারে ঢোকার মুখেই,  বসছে একাধিক  মাছের  দোকান।  সেই মাছ কিনতে ভিড় জমছে কেতারা । জমছে যানজট ।এলাকাবাসী রতন রায়  বলেন , এই রাস্তা উপরেই চলছে অবৈধভাবে মাছের ব্যবসা। যেকোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা ।

এক ক্রেতা মহিষ রায় বলেন, বাজারে হাটু জল। বাজারে না ঢুকতে পেরে বাধ্য হয়েই  রাস্তার উপরে মাছের দোকান  থেকেই  মাছ কিনছেন বাজারের  স্থায়ী  বিক্রেতা তাপস দাস  শিবু দত্ত  দের বক্তব্য, একটু বৃষ্টি হলে জলমগ্ন হয়ে যায় বাজার। ক্রেতারা জল দেখে আর ভিতরে আসেন না  বাইরে থেকেই জিনিসপত্র কেনাকাটি করেন, যার ফলে তারা  ক্ষতির মুখে।

বাজারটি জলপাইগুড়ি রেগুলেটেড মার্কেট কমিটি অধীনে ।কয়েক বছর ধরে  বাজারটি বেহাল অবস্থায় সংস্কাকারের নাম গন্ধ নেই।বেলাকোবা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পার্থপ্রতিম পাল বলেন, একটু বৃষ্টিতেই বাজারে হাঁটু জল হয়ে যাওয়াতে ক্রেতারা পূর্ত রাস্তার উপর অবৈধ ভাবে দোকান করছে । যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটেতে পারে। বিষয়টি তিনি পুলিশ প্রশাসনকে জানাবেন।

Join Telegram

Join Now