বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

আমি তাঁকে থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি – মমতা

Published on: May 8, 2024
---Advertisement---

Join WhatsApp

Join Now

মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা ভা চলাকালীন রেগে গেলেন।থাপ্পড় মেরে তাড়িয়ে দেবে বলে হুমকি দিলেন!আরামবাগে  মিতালির সমর্থনে আয়োজিত সভায় দাঁড়িয়ে এসএসসি মামলার রায় নিয়ে মুখ খোলেন মমতা ।’২৬,০০০ ছেলেমেয়ের চাকরি খেয়ে নিল বিজেপি।মাইনে ফেরত দিতে বলল। আমি সেদিন থেকে বলেছি, চিন্তা করবেন না, আমি পাশে আছি ।দুর্গাপুরে মিছিল করলেও সুপ্রিম কোর্টে মনটা পড়েছিল।মনটা স্নিগ্ধ, তৃপ্ত হয়ে গেল রায় শোনার পর।

মমতা সিপিএম-বিজেপিকে আক্রমণ করেন।’সিপিএমের হার্মাদেরাই বর্তমানে বিজেপি হার্মাদ হয়ে গিয়েছে। গড়বেতা থেকে আরামবাগ অবধি সিপিএম মাটির নীচে সুড়ঙ্গ খুঁড়ে রেখেছিল। মানুষকে খুন করে সেখানে ফেলে দিত। তাঁকে আর খুঁজে পাওয়া যেত না’।তৃণমূল নেত্রী দলের নেতা, কর্মীদের সম্বন্ধে বলেন,যদি কেউ বদমায়েশি করে, তাহলে আমি তাঁকে থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি।বিজেপি টাকা দিয়ে ভোট কিনছে।

Join Telegram

Join Now