দিদির দূতদের কেমন পালিশ করছেন গ্রামের লোকেরা, সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ছেন শাসকদলের নেতারা। শনিবার শ্যামনগর ফিডার রোড ইএসআই ময়দানে
‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ছেন শাসকদলের নেতারা। শনিবার শ্যামনগর ফিডার রোড ইএসআই ময়দানে পঞ্চায়েত কর্মী সম্মেলনে এসে দিদির সুরক্ষা কর্মসূচি নিয়ে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি কটাক্ষের সূরে বললেন, দিদির দূত আসছে সব ভুত। দিদির দূতদের পালিশ করছেন গ্রামের লোকেরা। এদিন দত্তপুকুরে চাল চোর মন্ত্রীর সামনে প্রতিবাদী যুবককে থাপ্পড় মেরেছে হার্মাদ পার্টির এক নেতা।
তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, হালিশহরের চেয়ারম্যান শুধু নয়। এখানকার একাধিক বিধায়ক ও মন্ত্রী, তারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। ভোট পরবর্তী হিংসায় খুন ও সন্ত্রাসের সঙ্গে যুক্ত। শিল্পাঞ্চলের মাটিতে দাঁড়িয়ে এদিন শিল্প নিয়ে শাসকদলকে বিঁধলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কথায়, ঝান্ডার নেতারা শিল্প হাফ ফাঁকা করে দিয়েছে। আর যা টিকে ছিল, তা পিসিমনি ২০১১ সালের পর ফাঁকা করে দিয়েছে।
শুভেন্দুর কটাক্ষ, এখানে শিল্প মানে চপ ভাজো, কাশ ফুলের বালিশ বানাও এবং শিল্প মানে কচুরি পানার থালা, বাটি ও গ্লাস। এদিনের সম্মেলনে শুভেন্দু অধিকারী ছাড়াও হাজির ছিলেন রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি, মহিলা মোর্চার সভানেত্রী পিয়ালী দুবে, জেলা পঞ্চায়েত কনভেনার কিশোর কর-সহ অন্যান্য নেতৃবৃন্দ।