গৃহবধূকে ঠোঁটে সজোরে কামড়. রক্তাক্ত গৃহবধূ
রক্তাক্তবস্থায় রূপাদেবী পাড়াপ্রতিবেশীদের ডাকাডাকি করেন। প্রতিবেশীরা কানু ধাড়াকে ধরে ফেলেন। শুরু হয় মারধর।
মদ্যপবস্থায় প্রতিবেশীর বাড়িতে গভীর রাতে চড়াও হয়ে গৃহবধূকে অশালীন কথাবার্তা বলছিল প্রতিবেশী যুবক। তার প্রতিবাদ করায় সম্পর্কে কাকিমার ঠোঁটে সজোরে কামড়ে দেয় ওই মদ্যপ যুবক। মঙ্গলকোটের মোষগড়িয়া গ্রামের ঘটনা। এদিন আহত বধূ রূপা ধাড়া এনিয়ে পাড়ার যুবক কানু ধাড়ার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন জখম রূপাদেবী।
মোষগড়িয়া গ্রামের বাসিন্দা রামপ্রসাদ ধাড়া ও রূপা ধাড়ার দুই ছেলে এক মেয়ে।ছেলেরা বাইরে কাজ করেন। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। রূপাদেবী জানান শুক্রবার তার স্বামী বেয়াইয়ের বাড়িতে গিয়েছিলেন। বৃদ্ধা শাশুড়ি সরস্বতী ধাড়া ও রূপাদেবী বাড়িতে ছিলেন। অভিযোগ রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ কানু ধাড়া রূপাদেবীর বাড়িতে আসে। মদ্যপবস্থায় গালিগালাজ শুরু করে ও অশালীন কথাবার্তা বলতে শূরু করে। তার প্রতিবাদ করলে রূপা ধাড়ার ঠোঁটে সজোরে কামড়ে দেয় কানু। তারপর পালিয়ে যায়।
এরপর রক্তাক্তবস্থায় রূপাদেবী পাড়াপ্রতিবেশীদের ডাকাডাকি করেন। প্রতিবেশীরা কানু ধাড়াকে ধরে ফেলেন। শুরু হয় মারধর। রূপাদেবীকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরে কানুকে তার পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।