আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

Published on: December 2, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

সাতসকালেই ভয়াবহ বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙলো সাতগাছিয়া বিধানসভার মানুষজনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার সকাল আনুমানিক সোয়া আটটা নাগাদ বজবজ ২ নম্বর ব্লকের অন্তর্গত নোদাখালি থানার নস্কর পুর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর, আর্য পাড়ার একটি অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বাড়ির জানালার কাঁচ ভেঙে গিয়েছে। ঘটনায় বাড়ির মালিক ৪৮ বছর বয়সী অসীম মন্ডল সহ অসীম বাবুর মামি কাকুলি মিদদে এবং ওই কারখানার কর্মচারী অতিথি হালদার মারা গিয়েছেন। ঘটনাস্থলে এসে পৌঁছেছে নোদাখালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ স্থানীয় তৃণমূল নেতারা।

বিপুল পরিমাণ এই বাজি তৈরির মসলা কিভাবে বাড়ির মালিক মজুদ করেছিল তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু উঠছে প্রশ্ন। তবে এলাকার মানুষ বারবার এই একই ঘটনায় বিরক্ত হয়ে আজ ওই বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি কোনোভাবেই এই অবৈধ কারবার এই এলাকায় আর চলতে দেওয়া হবে না।

Join Telegram

Join Now