আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

রক্তঝরা নাক নিয়েও পুরো ম্যাচ খেলে মাঠ ছাড়লেন

Published on: September 25, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

উয়েফা নেশনস লিগে চেক রিপাবলিকের বিরুদ্ধে জয়ের বড় ভূমিকা পালন করলেন সি আর সেভেন। ৪-০ ব্যবধানে জয় লাভ করে সি আর সেভেন। নাক ফাটিয়ে শনিবার রাতে রক্তঝরা নাক নিয়েও পুরো ম্যাচ খেলে মাঠ ছাড়লেন সি আর সেভেন।কাতার বিশ্বকাপের পর আরও দুই বছর পর্তুগালের হয়ে খেলতে চান সি আর সেভেন। এদিন তিনি গোল না পেলেও একটি গোলে সহযোগিত করেছেন। চোট পাওয়ার আগে-পরে অবশ্য দারুণ কিছু সুযোগ পেয়েছিলেন রোনাল্ডো। তবে গোল করতে ব্যর্থ হন তিনি।ঢেকে ডিয়েগো ডালত করেছেন জোড়া গোল।ব্রুনো ফার্নান্দেজ ও ডিয়েগো জোতা করেছেন একটি করে গোল। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পর্তুগাল।স্পেনের বিরুদ্ধে শেষ ম্যাচ ড্র করলেও শীর্ষস্থান ধরে রাখবে পর্তুগল।

Join Telegram

Join Now