বর্ধমান স্টেশন চত্বরে প্রতিবাদ হকারদের
বর্ধমান স্টেশন চত্বরে এক নম্বর প্লাটফর্মে অভিনব পন্থায় প্রতিবাদ সভা করতে দেখা গেল হকারদের।
বর্ধমান স্টেশন চত্বরে এক নম্বর প্লাটফর্মে অভিনব পন্থায় প্রতিবাদ সভা করতে দেখা গেল হকারদের।সোমবার বঙ্গীয় হকার সন্মেলন সংগঠনের পক্ষ থেকে এই দিন অভিনব পন্থায় খোল করতল নিয়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে রেল পুলিশের হাতে হেনস্তা হতে হচ্ছে হকারদের,এবং তাদের গ্রেফতাও করা হচ্ছে। টাকা তোলা হচ্ছে টাকা না দিতে পারলে দেওয়া হচ্ছে মিথ্যে কেশ। ওই সংগঠনের এক সদস্য সিদ্ধব্রত দাস জানান, দুজন হকার কে অবৈধভাবে গ্রেপ্তার করেছে রেল পুলিশ।
তার প্রতিবাদ করায় তাদের সংগঠনের এক সদস্য নাদিম হোসেন মল্লিকের বাড়িতে সমন পাঠানো হয়। প্রতিবাদ জানাতে বেঙ্গল হকার সম্মেলন বর্ধমান স্টেশনে একটি প্রতিবাদ সভার আয়োজন করেন।তাদের সংগঠনের সদস্যকে না ছাড়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে পড়ে জানিয়ে দিয়েছেন তারা।