বর্ধমান পুলিশের বড়সড় সাফল্য
বর্ধমান পুলিশের বড়সড় সাফল্য, চুরির ঘটনা ঘটার কয়েকঘন্টা মধ্যেই হাতেনাতে ধরা পরল যুবক। বাড়িতে না থাকার সুযোগে নিয়ে বাড়ির ভাড়াটিয়া করেছে চুরি বলে অভিযোগ। ঘটনা টি ঘটেছে বর্ধমান শহরের রথতলা এলাকায়। এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে সংগ্রাম সাঁতরা নামে এক ব্যক্তি কে। ১৬হাজার ৬০টাকা ও ছয় ভরি বেশি সোনা পুলিশ উদ্ধার করেছে তার কাছ থেকে। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান জেলা আদালতে তোলে পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, শহরের রথতলা এলাকায় জনৈক ব্যক্তি বাড়িতে ভাড়া থাকতো সংগ্রাম সাঁতরা। বুধবার রাতে বাড়িওয়ালা বাড়িতে না থাকার সুযোগে তার ঘর থাকা টাকা ও সোনাগহনা চুরি করে নেয় সংগ্রাম। বৃহস্পতিবার সকালে চুরি করা সোনা শহরে একটি সোনার দোকানে বিক্রি করতে গেলে পুলিশের হাতে ধরা পরে সে।আবারও কয়েক ঘণ্টার মধ্যেগ্রেফতার এক যুবক সোনা গয়না সমেত ।