সরকারি স্কুলের শিক্ষকরা আর টিউশন পড়াতে পারবেন না
'রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কমপালসারি এডুকেশন অ্যাক্ট, ২০০৯' সালের ২৮ নম্বর ধারা অনুযায়ী সরকারি সমস্ত স্কুল, মডেল স্কুল, এনআইজিএসগলির শিক্ষকরা আর প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না।
রাজ্যের সকল সরকারী বিদ্যালয়ের সরকারি স্কুলের শিক্ষকরা আর টিউশন পড়াতে পারবেন না রাজ্যের শিক্ষা দফতর থেকে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।শুধুমাত্র গৃহশিক্ষকতাই নয়, কোনও ধরনের কোচিং সেন্টারের সঙ্গেও যুক্ত থাকতে পারবেন না সরকারি স্কুলের শিক্ষকরা।অভিযোগ ছিল সরকারি নিয়মের তোয়াক্কা না করেই বিভিন্ন জেলাতে স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন পড়াচ্ছিলেন মোটা টাকার বিনিময়ে।
‘রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কমপালসারি এডুকেশন অ্যাক্ট, ২০০৯’ সালের ২৮ নম্বর ধারা অনুযায়ী সরকারি সমস্ত স্কুল, মডেল স্কুল, এনআইজিএসগলির শিক্ষকরা আর প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না।রাজ্য সরকার উদ্যোগী হয়েছিল সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের টিউশন বন্ধ করার
কী বলা হয়েছে এই নির্দেশিকায় –
1)সরকারি স্কুলে কর্মরত শিক্ষিক-শিক্ষিকারা গৃহশিক্ষকতা করতে পারবেন না।
2)বিনামূল্যেও টিউশন দেওয়া যাবে না।
3)কোনও ধরনের কোচিং সেন্টারের সঙ্গেও তাঁরা যুক্ত থাকতে পারবেন না।