বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বাংলার শিল্পে সুখবর , অর্থনিয়োগ করতে চলেছে ইতালি

Published on: October 21, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

সামাজিক প্রকল্পে পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার নজর শিল্পে। কর্মসংস্থানে জোর দিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন বাংলায় বিনিয়োগ করুন আমাদের সরকার শিল্পের পাশে আছে এই রাজ্য শিল্পে এক নম্বর হবেই। এবার শিল্পে বাংলা ১ নম্বর হবেই।
মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েস্টবেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল বোর্ড গঠনের কথাও জানিয়েছিলেন। রাজ্য সরকারের এখন লক্ষ্য কর্মসংস্থান। নজর রয়েছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পেও।

চাকরির জন্য হাপিত্যেশ নয়। নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে তুমি অন্যকে চাকরি দিতে পার। তরুণ প্রজন্মের কাছে এটাই আহ্বান রাজ্যের। তবে এবার বাংলার শিল্পে অর্থ বিনিয়োগ করছে ইটালি এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। বাংলার ফুড প্রসেসিং চামড়া বস্ত্র শিল্পে বিনিয়োগের জন্য ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেছেন ইতালির কনসাল জেনারেল। করোনা পরিস্থিতিতে চাকরি হারিয়ে বহু মানুষ সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে একপ্রকার সুখবর নিয়ে এল নবান্ন।

এবার বাংলার শিল্পী অর্থ বিনিয়োগ করতে চলেছে ইতালি। ইতালির প্রতিনিধিরা অমিত মিত্রের সাথে বৈঠক করেছেন। ২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত মিত্র ইতালি গিয়েছিলেন। সেই সময় ইতালির অনেক সংস্থার সঙ্গে তাঁদের কথা হয়। গত পাঁচ বছর ধরে ইতালির নানান সংস্থা পশ্চিমবঙ্গে এসেছিল। বিভিন্ন ক্ষেত্রে তারা বিনিয়োগ করতে চেয়েছিলেন। এবার মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করলেন ইতালির কনসাল জেনারেল। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই মৌ স্বাক্ষর হবে বলে জানা গেছে।

Join Telegram

Join Now