বর্ধমানে ঝুলন্ত রেলওয়ে ওভার ব্রিজে উল্টে গেল গ্যাস ট্যাঙ্কার,গুরুতর আহত চালক

পূর্ব বর্ধমান :- বর্ধমানে ঝুলন্ত রেলওয়ে ওভার ব্রিজে উল্টে গেল গ্যাস ট্যাঙ্কার,গুরুতর আহত চালক ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ এবং দুতিদমকলের ইঞ্জিন । উলেখ্য এলাকাবাসীর কথা অনুযায়ী জানা যায়, আজ ভোর রাতে রেলওয়ে ওভার ব্রিজে ইউ টার্ন নিতে গিয়ে পাল্টি হয়ে যায় একটি গ্যাস ট্যাঙ্কার আহত হন চালক।

কার্যতঃ ভর্তি গ্যাস ট্যাঙ্কার যাতে কোনোরকম লিকেজ না হয় সে ক্ষেত্রে পুরোপুরি ব্যবস্থা নিতে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ বাহিনী এবং দুটি দমকলের ইঞ্জিন। মূলত গ্যাস ট্যাঙ্কার পাল্টি হওয়ায় আজ সকল থেকে যান চলাচলে ব্যাহত ঘটে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্রেনের মাধ্যমে সেফ নির্জনে রাখার ব্যবস্থা করা হয়।