বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

কোটি টাকার সোনা সহ পাঁচজনকে গ্রেফতার

Published on: September 25, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

বাংলাদেশে পাচারের আগেই কাস্টমস বিভাগের একটি বিশেষ দল কোটি কোটি টাকার সোনা সহ পাঁচজনকে গ্রেফতার করে। মালদার ইংরেজবাজার থানার ভারত-বাংলাদেশ সীমান্তের কেষ্টপুর এলাকা থেকে চোরাকারবারীদের গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের কাছ থেকে ৬ কেজি ৭১২ গ্রাম সোনার বাট উদ্ধার করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে জেলার তদন্তকারী সংস্থা।

শুল্ক সূত্রে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে রয়েছে অখিল নৈতিক (৫২), আশীষ কুমার দত্ত (৪৮), উত্তম কুমার দত্ত (৫৫), দীপেশ কুমার ঘোষ (৪২) এবং অতুল দাস (৪৩)। প্রত্যেকের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানা এলাকায়। গোপন সূত্র থেকে তথ্য পাওয়ার পর, মালদা, বহরমপুর এবং শিলিগুড়ির শুল্ক অফিস ভারত-বাংলাদেশ সীমান্তে কেষ্টপুর এলাকায় যৌথ অভিযান শুরু করে।

অভিযানে একজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর আরও চার জনের নাম প্রকাশ্যে আসে। অভিযুক্তের বক্তব্য অনুযায়ী, শুল্ক বিভাগের আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। বাকি চারজনকে দক্ষিণ দিনাজপুর থেকে গ্রেফতার করা হয়। তল্লাশির সময় সোনার বাট উদ্ধার করা হয়। ধৃতদের শনিবার মালদা জেলা আদালতে হাজির করা হয়।

জেলা কাস্টমস বিভাগের বিশেষ পাবলিক প্রসিকিউটর সুদীপ্ত গঙ্গোপাধ্যায় জানান, উদ্ধার সোনার বাজার মূল্য প্রায় ৩ কোটি ১৫ লক্ষ টাকা। অভিযুক্ত পাঁচজনই মূলত মালদা দিয়ে বাংলাদেশে সোনা পাচার করছিল। আটকদের একই দিন জেল হাজতে পাঠানো হয়।

Join Telegram

Join Now