বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে প্রাণ হারালো ৫ বাঙালি পর্যটক

Published on: October 22, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

বিধ্বংসী ভূমিধস এবং প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডে পশ্চিমবঙ্গের পাঁচজন বাসিন্দা প্রাণ হারিয়েছেন। তাদের একজনের দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পর্যটকের নাম সাধন বসাক।
১০ তারিখে, শেরপাসহ ৫ জনের একটি দল উত্তরাখণ্ডে গিয়েছিল। অন্যদিকে, নিম্নচাপের কারণে ক্রমাগত বৃষ্টির কারণে হিমালয়ের পাদদেশে বিশৃঙ্খলার পরিবেশ রয়েছে।

ভারী থেকে খুব ভারী বৃষ্টি, সাথে ভূমিধস। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে, গত দুই দিন ধরে তাদের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এ বিষয়ে ঠাকুরপুকুর থানায় জানানো হয়। সাধন বসাকের শুক্রবার কলকাতায় ফেরার কথা ছিল। ইতিমধ্যে খবর এলো যে পাঁচজন পর্যটক মারা গেছেন।

মৃতদের নাম সাগর দে (২৮), সরিত শেখর দাস (৩৭), সাধন কুমার বসাক (৬৩), প্রীতম রায় (২৮) এবং সিএস দাস (৩৬)। এদের মধ্যে কারও বাড়ি বাগনানে। আবার কারও বাড়ি নদীয়াতে। যার দেহ উদ্ধার করা হয়েছে তার বাড়ি কলকাতার ঠাকুরপুকুরে।

এর মধ্যে শুধুমাত্র ঠাকুরপুকুরের বাসিন্দা সাধন কুমার বসাকের (৬৩) দেহ দেবীকুণ্ডের মাঝখান থেকে উদ্ধার করা হয়েছে। বাগেশ্বর কন্ট্রোল রুম থেকে তার পরিবারকে জানানো হয়েছে। একজন শেরপা ছাড়া সবাই মারা গেছেন। ঘটনাস্থলে তাকে মৃত ঘোষণা করা হয়।

বাগনান পারিয়ারি এই সফরের আয়োজন করেছিলেন। এই সমস্ত পর্যটক ১০ তারিখে ট্রেনে রওনা হন। ২২ অক্টোবর তাদের ফেরার কথা ছিল। তবে, ভূমিধস এবং ভারী বৃষ্টির কারণে বাড়ি ফেরার আগে সকলেই মারা যান।

Join Telegram

Join Now