বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বর্ধমানে পথ অবরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে হাতাহাতি

Published on: August 22, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

পথ অবরোধকে কেন্দ্র করে এবার হাতাহাতিতে জড়িয়ে পড়লো শাষক দলের দুই গোষ্ঠী। বর্ধমান পৌরসভার সহ প্রশাসক আইনুল হককে সরানোর দাবিতে পথ অবরোধ চলছিল বর্ধমান শহরের তেলিপুকুর এলাকায়। অভিযোগ তৃণমূল কংগ্রেসের অপর এক গোষ্ঠী আন্দোলন থামাতে আন্দোলনরত কর্মীদের উপর আক্রমণ করে। ভাঙচুর করার চেষ্টা হয় আন্দোলনে নিয়ে আসা একটি টোটোর উপর।

তেলিপুকুর এলাকায় একদিকে যখন আইনুল হকের অপসারণের দাবিতে আন্দোলন চলছিল ঠিক তখনই তার পাশে অপর গোষ্ঠী আইনুল হকের সাপেক্ষে মিছিল করে। সেই মিছিল থেকেই আক্রমণ করা হয় বলে অভিযোগ করেন ১৭ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার রুপালি কৈবর্ত। এমনকি অপর গোষ্ঠীর তৃণমূল কর্মীরা তাকেও মারধোর করে বলে অভিযোগ করেন প্রাক্তন এই কাউন্সিলর। সব মিলিয়ে সহ পৌর প্রসাশক আইনুল হকের অপসারণ নিয়ে বর্ধমানে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ এবার কোন দিকে মোর নেয় এখন সেটাই দেখার।

Join Telegram

Join Now