কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে কৃষকদের বিক্ষোভ বর্ধমানে

পূর্ব বর্ধমান :- কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে কৃষকদের বিক্ষোভ শহর বর্ধমানের কার্জনগেট চত্বরে । সম্প্রীতি প্রবল বর্ষণ ও শোষক পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ এর কৃষিঋণ,বিদ্যুৎ বিল মকুব,গ্রামে গ্রামে ধান কেনার ক্যাম্প এবং কৃষি বিদ্যুৎ গ্রাহকদের LPSC বাতিলের দাবিতে দশ দফা দাবি নিয়ে পূর্ব বর্ধমান জেলা শাসক ও বিদ্যুৎ দপ্তরে কৃষক বিক্ষোভে সামিল হন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

এছাড়া জেলা শাসক ও বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয় কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে। কার্যতঃ বিক্ষোভকারীরা কৃষকরা জানান,অকারণের অতি বৃষ্টির ফলে পূর্ব বর্ধমান জেলার কৃষকরা সর্বশান্ত হয়ে পড়েছে,বারবার সরকারকে জানানোর সত্বেও এখনো কোনো ক্ষতিপূরণ পাননি। তাই এমত অবস্থায় কৃষি ও কৃষক বাঁচাও কমিটির ছত্রছায়ায় থেকে বিক্ষোভ সামিল হয়েছেন।

তারা জানিয়েছেন ইতিমধ্যে কোনো সুরাহা পেলে আগামীদিনে দুর্বার আন্দোলন করবেন,দরকারে বর্ধমান শহরের মূল রাস্তা অবরোধ ও জেলা শাসককে ঘেরাও করবে।
অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার কৃষি ও কৃষক বাঁচাও কমিটির সম্পাদক অনিরুদ্ধ মণ্ডলও সাফ হুঁশিয়ারি দেন। এখন দেখার বিক্ষোভ দেখিয়ে আদৌ সুরাহা মিলবে নাকি সরকারের প্রতি চাতক পাখির মতো তাকিয়ে থাকবেন ক্ষতিপূরণের আশায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *