বিভিন্ন মাইক্রো ফিনান্স কোম্পানির ঋণের ফাঁদে সর্বস্বান্ত পূর্ব বর্ধমানের কৃষকরা
বিভিন্ন মাইক্রো ফিনান্স কোম্পানির ঋণের ফাঁদে সর্বস্বান্ত পূর্ব বর্ধমানের মেমারির কৃষকরা। অভিযোগ পেয়ে আজ ঘটনার তদন্তে আসেন রাজ্য মানবাধিকার কমিশনের এক সদস্যের প্রতিনিধি। মেমারির বেগুট এলাকার বেশ কিছু কৃষক দেখা করেন কমিশনের প্রতিনিধির সংগে। বর্ধমান সার্কিট হাউসে কিভাবে তাঁরা ঋণের ভারে জড়িয়ে পড়েছেন তা বিস্তারিতভাবে তুলে ধরেন কমিশনের কাছে।
পরে সংবাদ মাধ্যেমের কাছে তাঁরা জানিয়েছেন, চাষ করার জন্য বিভিন্ন মাইক্রোফিন্যান্স কোম্পানিগুলির কাছ থেকে চড়া সুদে ঋণ নেন। চাষের লোকসান এবং করোনার কারণে লকডাউনের জেরে অন্য কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক সংকটের মধ্যে পড়েন তাঁরা।ফলে ঋণের টাকা শোধ করতে পারেননি ।এদিকে সুদের পরিমান ক্রমাগত বেড়ে চলেছে। ঋণ পরিশোধের জন্য কোম্পানি গুলি তাদের চাপ দিচ্ছে। এরফলে চরম সমস্যায় পড়েছেন পড়েছেন ঋণ গ্রহীতারা। এ নিয়ে তাঁরা সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন।