বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ফের চাষী মৃত্যু রাজ্যের শস্য ভাণ্ডার পূর্ব বর্ধমান জেলায়

Published on: January 4, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

ফের চাষী মৃত্যু রাজ্যের শস্য ভাণ্ডার পূর্ব বর্ধমান জেলায়। অসময়ের বৃষ্টি ও শোষক পোকার আক্রমণে পর পর ধান ও আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে (Farmer Commits Suicide) । ঋণ পরিশোধের বাড়তি মানসিক চাপে ওই চাষী আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।

আত্মঘাতী চাষীর নাম ভাস্কর মণ্ডল(৫৩)।বাড়ি পূর্ব বর্ধমানের মেমারির পাহাড়হাটি গ্রামে। সোমবার সকালে বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ভাস্কর মণ্ডলের। মেমারি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃতের ভাই স্বরুপ মন্ডল জানান, ৬ বিঘে জমিতে আমন ধানের চাষ করেছিলেন তাঁর দাদা ভাস্কর মন্ডল(Farmer Commits Suicide)। নিম্নচাপের বৃষ্টি ও শোষক পোকার আক্রমণে ধান চাষের দারুণ ক্ষতি হয়েছিল। পাশাপাশি অসময়ের বৃষ্টিতে আলু চাষেরও ক্ষতি হয়। আড়াই বিঘে জমিতে আলু চাষ করেছিলেন ভাস্কর মন্ডল। কিন্তু নিম্নচাপের বৃষ্টিতে আলু জমিতে জল দাঁড়িয়ে যায়।

আলু জমিতে জল দাঁড়িয়ে যাওয়ায় আলু নষ্ট হয়ে যায়।ধান ও আলু বীজ নষ্ট হয়ে যাওয়ায় চরম সংকটে পড়েন ভাস্করবাবু।চাষ করার জন্য তিনি বাজার থেকে ঋণও নিয়ে ছিলেন। এই অবস্থায় কি করে সংসার চলবে, আর কি করেই মহাজনী ধার দেনা শোধ করবেন তাই নিয়ে তিনি ভেঙে পড়েন। চরম মানসিক চাপেই তিনি আত্মঘাতী হন বলে পরিবারের দাবি।

ভাস্করবাবুর দুই মেয়ে। তাদের বিয়ে হয়ে গেছে(Farmer Commits Suicide)। চাষ করেই তাঁর সংসার চলত। ধান আলু চাষে ক্ষতির জেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে অভিযোগ পরিবারের।ভাস্কর মন্ডলের স্ত্রী রীনা মন্ডল জানান,পর পর ধান ও আলু চাষে ক্ষতির জেরেই তিনি মানসিক চাপে আত্মহত্যার পথ বেছে নেন।

কুচুট পঞ্চায়েতের প্রধান রুমকি মন্ডল জানান,কৃষকদের সার্বিকভাবে ক্ষতি হয়েছে একথা সত্য। তবে ক্ষতির জেরেই মৃত্যু কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াংকা সিংলা জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

Join Telegram

Join Now