সুজাতা মন্ডল কে নিয়ে বিস্ফোরক মন্তব্য
দিন কয়েক আগেই বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এবং তৃণমূল নেত্রী সূজাতা মন্ডলের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে
দিন কয়েক আগেই বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এবং তৃণমূল নেত্রী সূজাতা মন্ডলের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। বিবাহ বিচ্ছেদের পরেও সুজাতা মন্ডল সৌমিত্র খাঁকে নিয়ে সোস্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করেই চলেছে অভিযোগ বিজেপি মহিলা মোর্চার। এই অভিযোগ তুলে সুজাতা মন্ডলের মন্তব্যর প্রতিবাদ জানাতে আজ বাঁকুড়ার বড়জোড়া বিজেপি পার্টি অফিসে সমবেত হয় বিজেপির মহিলা মোর্চার সদস্য সহ অন্যান বিজেপি কর্মী সমর্থকেরা।
সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সম্পাদিকা মিনতি দাস। তিনি সরাসরি নাম করে বলেন, ‘সুজাতা মন্ডল সল্টলেকে সহবাস করে করলে করুক আপত্তি নেই তিনি সহবাস করলে ১টার জায়গায় ৫০ টি সন্তান হবে তাতে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক বাড়বে’।
বিজেপি নেত্রীর এই মন্তব্যতে সুর চড়িয়েছে শাষক তৃণমূল শিবির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অলোক মুখার্জি জানান,’একজন মহিলা কি সত্যি ৫০ জন সন্তানের জন্ম দিতে পারে না জেনে কারো সম্পর্কে মন্তব্য করা ঠিক নয় সুজাতা অত্যন্ত ভালো মেয়ে, বিজেপির মহিলাদের কালচার এটাই কুৎসা করে বেড়ানো’। তবে বিষয় যায় হোক না কেন বিজেপি নেত্রীর এই মন্তব্যকে ঘিরে সরগরম হয়েছে জেলার রাজনীতি। পঞ্চায়েত ভোটের পূর্বে শাষক বিরোধী কাদা ছোড়াছুড়ি ফের অব্যাহত জেলায়।