একুশে জুলাইয় উপলক্ষে খুলে দেওয়া হয় ইডেন
কার নির্দেশে খুলে দেওয়া হল
কলকাতায় শহিদ দিবস উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে ইডেনের একটি দরজা খুলে দেওয়া হয়।ইডেনের গেট খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই তৃণমূল সমর্থকরা মাঠের মধ্যে প্রবেশের জন্য দৌড়ান। বেশ কয়েকজনকে ঘোরাঘুরি করতেও দেখা যায়।তাঁবু খাটিয়ে রান্না করতেও দেখা গিয়েছে কয়েকজনকে। ইডেনের গেট খুলে দেওয়া হল কার নির্দেশে?
দেবব্রত দাস সিএবি যুগ্ম সচিব বলেন “সভাপতি বলতে পারবেন।”ওডিআই বিশ্বকাপ সামনেই।বিশ্বকাপে ৫টি ম্যাচ আয়োজন করা হবে ইডেনে। সেমিফাইনাল ম্যাচও হবে।এখন প্রশ্ন ওডিআই বিশ্বকাপ এর আগে মাঠের ক্ষয়ক্ষতি হলে, তার জন্য দায়ী কে?