আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

যুব তৃণমূল সভানেত্রীকে ইডির তলব

Published on: June 28, 2023
---Advertisement---

অভিনেত্রী সায়নী ঘোষকে ইডি ডেকে পাঠিয়েছে।কিন্তু কোথায় তিনি?তাঁকে ফোনে পাওয়া যায়নি। ফোন বেজে গিয়েছে ধরেননি।বাড়িতে গিয়েও তাঁর দেখা পাওয়া যায়নি।সায়নীর বাবা প্রশ্ন শুনেছেন। তার জবাবও দিয়েছেন। ঘনিয়ে ওঠা ধোঁয়াশা কাটেনি অভিনেত্রীকে ঘিরে।ইডি সূত্রে খবর, নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেওয়ার কথা জানিয়ে সায়নীর কাছে নোটিস গিয়েছে মঙ্গলবারই।পঞ্চায়েত ভোট নিয়ে ব্যস্ত রয়েছেন তৃণমূল যুব সভানেত্রী।

সূত্রে খবর,শুক্রবার সকাল ১১টার মধ্যে নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে সায়নীকে হাজির হতে বলা হয়েছে।কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের মুখে নিয়োগ মামলার শুনানিতে এক অভিনেত্রীর উল্লেখ পাওয়া গিয়েছিল।সেই অভিনেত্রী সায়নী কিনা,কুন্তল সেই এজেন্ট কিনা,তা বিচারপতি স্পষ্ট করেননি।

বিক্রমগড়ে অভিনেত্রীর বাড়ির বেল বাজালেও দরজা খোলা হয়নি।পেশায় প্রোমোটার সায়নীর বাবা পরে বাড়ির বারান্দায় এসে হাজির হন।সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বলে দেন সকাল সাড়ে ৮টায় মেয়ে বেরিয়ে গিয়েছে।ইডির তলব জানতে চাওয়া হলে,উত্তরে বিশেষ কিছু বলতে চাননি যুব তৃণমূল সভানেত্রীর বাবা।শুধু এ ব্যাপারে কিছু বলার নেই বলে ভিতরে চলে যান তিনি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment