আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার হলো পূর্ব বর্ধমান জেলার সাধারন সম্পাদক শিবশঙ্কর ঘোষ

Published on: August 26, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

বুধবার সন্ধ্যায় বর্ধমান শক্তিগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে সাধারন সম্পাদককে।বৃহস্পতিবার তাকে আদালতে পেস করা হয়েছে। মঙ্গলবার বর্ধমানের ৬ নম্বর ওয়ার্ডের গোষ্ঠী দন্ধের জেরে তৃণমূলের অপর গোষ্ঠির মারের আঘাতে জখম হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় সেলিম অনুগামী অশোক মাঝির।গুরুত্ব জখম অবস্থায় একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধিন অশোক,স্ত্রী চন্দনা মাঝি।

তৃণমূল নেতা অশোক মাঝি খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় সাধারণ সম্পাদক শিবশঙ্কর ঘোষকে।এই ঘটনার পরই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জেলার রাজনৈতিক মহলে
উলেখ্য,বিধানসভা নির্বাচনে পর থেকেই এলাকা দখল কে কেন্দ্র করে ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মহমদ সেলিম এর সঙ্গে বিরোধী গোষ্ঠী শিবশঙ্কর ঘোষের সংঘর্ষ বাঁধে।সংঘর্ষের মার্তা ছাড়িয়ে শিবশঙ্কর গোষ্ঠির মারের আঘাতে মৃত্যু হয় অশোক মাঝির।

এরপর শিবশংকর ঘোষ সহ বেশ কয়েকজনের নামে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করাহয়।গতকাল তাকে গ্রেফতার করা হয়।
এই ঘটনাটি গোষ্টিদ্বন্দ বলে মানতেই চাইছেননা তৃণমূলের বর্ধমান জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস তিনি বলেন আমাদের দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। পাড়া গত বা ব্যাক্তিগত বিবাদের জেরই কি ঘটেছে সেটা পুলিশ দেখবে। বিজেপির কল্লোল নন্দন বলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন খেলা হবে ভোটের পর ।

Join Telegram

Join Now