বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ছটপূজার পরেই চালু হতে পারে দুয়ারে রেশন প্রকল্প

Published on: October 21, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

১০ নভেম্বর ছট পুজো। তারপরই আনুষ্ঠানিকভাবে রাজ্যজুড়ে চালু হবে ‘দুয়ারে রেশন’। এমনই পরিকল্পনা রাজ্য সরকারের। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। ইতিমধ্যেই জেলাশাসকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। জানা গিয়েছে, নবান্নের তরফে আধার সংযোগের কাজ দ্রুত শেষ এবং সঠিক পরিমাণে উপভোক্তাদের বাড়ি বাড়ি রেশন পৌঁছনোর ব্যবস্থার দিকে জোড় দেওয়া হয়েছে।

এক দেশ এক রেশন কার্ড কর্মসূচির সঙ্গে যুক্ত হওয়ায় রাজ্যে ডিজিটাল রেশন কার্ডগুলির সঙ্গে উপভোক্তাদের আধার যোগের কাজ চলছে। এই কাজ শেষ হলেই দেশে অভিন্ন রেশন ব্যবস্থা চালু হবে। একই সঙ্গে রাজ্যের নিজস্ব দুয়ারে রেশন প্রকল্পে উপভোক্তাদের রেশন দেওয়া হবে। এখনও পর্যন্ত প্রায় ৭০% কার্ডের সঙ্গে আধার যোগ করা গিয়েছে। বাকি প্রায় ৩০% রেশন কার্ডের সঙ্গে আধার যোগ। এই কাজ দ্রুত করার জন্য জেলাগুলিকে জোর দিয়েছে রাজ্য সরকার।

দুয়ারে রেশন প্রকল্পে ই-পস যন্ত্রে বায়োমেট্রিকের মাধ্যমে বাড়িতে থেকেই রেশন সংগ্রহ করতে পারবেন উপভোক্তারা। ফলে প্রত্যেকের রেশন নিশ্চিত করাও প্রশাসনের পক্ষে সহজ হবে। এক জেলা কর্তার বক্তব্য, ‘দুয়ারে রেশনের পরীক্ষামূলক প্রয়োগ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ফলে কোথায় কী সমস্যা হচ্ছে, তা স্পষ্ট হয়ে যাচ্ছে।’

Join Telegram

Join Now