জালনোট কারবারি গোপাল সিং কে নিয়ে পরিদর্শনে পরিদর্শনে DSP হেড কোয়ার্টার

জালনোট কারবারি গোপাল সিং কে নিয়ে পরিদর্শনে DSP হেড কোয়ার্টারউলেখ্য গত বৃহস্পতিবার 19/05/2022 তারিখে পুলিশের বিশেষ টিম গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান খাগড়াগড় পূর্ব মাঠ পাড়া এলাকায়

জালনোট কারবারি গোপাল সিং কে নিয়ে পরিদর্শনে DSP হেড কোয়ার্টারউলেখ্য গত বৃহস্পতিবার 19/05/2022 তারিখে পুলিশের বিশেষ টিম গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান খাগড়াগড় পূর্ব মাঠ পাড়া এলাকায় হানা দিয়ে জালনোট কারবারি তিনজনকে গ্রেফতার করে, পাশাপাশি উদ্ধার হয় জালনোট সহ জাল মেশিন।

 

কার্যতঃ অভিযুক্তদের পুলিশি হেফাজতে নিয়ে আরো তথ্য নিশ্চিত করতে আজ অভিযুক্ত গোপাল সিং কে নিয়ে বর্ধমান খাগড়াগড় পূর্ব মাঠ পাড়ার এলাকার বাড়িতে পৌঁছান ডি, এস,পি,অতনু ঘোষাল,বর্ধমান থানার আই,সি সুখময় চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ কর্মী ও আধিকারিকরা। মূলত এদিন গোপাল সিং কে নিয়ে ওই বাড়িতে গিয়ে বেশকিছু নমুনা সংগ্রহ করে বর্ধমান পুলিশ প্রশাসন।

 

এলাকার বসবাসকারি মহিমা বিবি,শিমপি বিবি ও সঞ্জয় পাল জানান,সম্প্রতি 2014 সালে বোমা বিস্ফোরণে শিরোনামে এসেছিল বর্ধমানের এই খাগড়াগড়,কার্যত গত পরশুদিন জালনোট কারবারিরা পুলিশের জালে আসতেই আতঙ্কে দিন কাটাতে হচ্ছে খাগড়াগড়বাসীদের।
সুতরাং এই মুহূর্তে খাগড়াগড় বাসীদের সঙ্গে যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বর্ধমান পুলিশ প্রশাসন। যদিও সংখ্যালঘু এলাকায় বাড়ি ভাড়া নিয়ে 2014 র পর 2022 অর্থাৎ আট বছর পর এই রকম কর্মকাণ্ডে আবারও খাগড়াগড় এর নাম আসায় চিন্তিত খাগড়াগড়বাসী।এখন দেখার পুলিশির তদন্তে আর কি কি বেরিয়ে আসে সেদিকে তাকিয়ে বর্ধমানবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *