বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

সর্বমঙ্গলা মন্দিরের দান সামগ্রী নিলাম করা হলো

Published on: August 21, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

প্রতি বছরে নাই এ বছরেও ঠিক দুর্গাপুজোর আগেই সর্বমঙ্গলা মন্দিরে সর্বমঙ্গলা মাতার জমাকৃত দান সামগ্রী নিলাম করা হলো এই দান সামগ্রী মধ্যে ছিল বস্ত্র অলংকার ও অন্যান্য দ্রব্য সামগ্রী,

 

সর্বমঙ্গলা মন্দিরের ট্রান্সপোর্ট কমিটির সদস্য সঞ্জয় ঘোষ জানান প্রায় ১৪ ০০ শাড়ি নিলাম করা হয়, কোনরকম যাতে বিশৃংখলার সৃষ্টি না হয় তার জন্য পর্যাপ্ত পরিমান নিরাপত্তা জন্যে পুলিশের করা ব্যবস্থা থাকে, সঙ্গে সঙ্গে দাম দর করে যে সমস্ত মায়ের ভক্ত ক্রেতা হিসেবে আসেন

 

তাদের হাতে তুলে দেয়া হয় সামগ্রিক জিনিসপত্র, এই পরম্পরা বহু বছর ধরে হয়ে আসছে তাই বহু দূর দূরান্ত থেকে মানুষজন খবর পেয়ে ই তারা আসেন এই সামগ্রী জিনিসপত্র কিনতে

Join Telegram

Join Now