৮৫ হাজার টাকা অনুদান পুজো কমিটিগুলোকে
বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে ছাড়

দুর্গাপুজোর অনুদান আরও বাড়ল।৮৫ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার।ফায়ার লাইসেন্স সহ সমস্ত ধরনের কর মকুব করেছে রাজ্য, ছাড় বিদ্যুতেও।৭০ হাজার টাকা করে গতবার দিয়েছিল রাজ্য সরকার।৮৫ হাজার টাকা শুধু নয় পরের বছর থেকে পুজো কমিটিগুলোকে ১ লক্ষ টাকা করে অনুদান হিসেবে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
৬৬ শতাংশ বিদ্যুতে ছাড় দেওয়া হয়েছিল গতবার ।এবার ছাড় দেওয়া হচ্ছে ৭৫ শতাংশ। কার্নিভাল অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর।কলকাতা পুলিশের আধিকারিক এবং ফোরাম ফর দুর্গোৎসব সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী নেতাজি ইনডোর স্টেডিয়ামে ।ভিডিও কনফারেন্স মারফত পুজো কমিটির কর্তাদের মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ৪৩ হাজার ক্লাবকে দুর্গাপুজোর অনুদান বাবদ ৮৫ হাজার টাকা করে দেওয়া হবে এ বছর। আগামী ৯ অক্টোবর দুর্গাপুজোর মহাষষ্ঠী।