ইউটিউবে গান আর টক দই ছাড়া ভাত খাবে না কুকুর, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

সন্তানের থেকে যে তারা কোনও অংশে কম যায় না। আর তাই তাদের লালনপালনও করতে হয় সন্তান স্নেহেই। আর তাতেই অন্যায় আবদারও করে ফেলে তারা। বলা হচ্ছে সারমেয়দের কথা।

সুনীতা ঘোষ: সন্তানের থেকে যে তারা কোনও অংশে কম যায় না। আর তাই তাদের লালনপালনও করতে হয় সন্তান স্নেহেই। আর তাতেই অন্যায় আবদারও করে ফেলে তারা। বলা হচ্ছে সারমেয়দের কথা। ওরা খুবই প্রভুভক্ত হয়। বলা হয়ে থাকে যে মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হল কুকুর, এটা সেই সব মানুষই জানে যারা কখনো কুকুর রেখেছে। তেমনই এক সারমেয় ফের ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, এক মহিলা একটি কুকুরকে খাইয়ে দিচ্ছেন তাও আবার স্টেশনের প্লাটফর্মে বসে। একই সঙ্গে ইউটিউবে গান চলছে ওই কুকুরটিকে খাওয়ানোর জন্য। ওই মহিলাকে জিজ্ঞাসা করতেই তিনি বলেন যে, তার কুকুরের নাম হল কুটুস। সে আবার দই ভাত ছাড়া কিছুই খাবে না। খাবার খাওয়ানোর জন্য ওই মহিলাকেই চায় সে। তার হাতে ছাড়া কোনো মতেই ওই বছর পাঁচেকের কুকুর খাবেই না।

 

শুধু তাই নয়। খুব অদ্ভুত ভাবেই ভাত-মাংস একেবারেই পছন্দ নয় ওই কুকুরের। কুটুসের পছন্দ ভাত এবং টক দই। ফেসবুক, ইউটিউব-সহ আরও একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনেই তাকে এই ভাবে খাওয়ানোর পালা চলে নিত্যদিন। দইভাত ছাড়া যে তার কিছু রচে না, সে কথা বলছেন ওই মহিলা, যিনি তাঁর আদরের কুটুসকে খাইয়ে দিচ্ছেন।

জনৈক ব্যক্তি এই ভিডিওটিকে ক্যামেরাবন্দি করেছেন। তিনি আবার বলছেন যে, “এই ভিডিওটা তো ভাইরাল হবেই”। ভিডিওতে দেখা গিয়েছে, একবারে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের প্ল্যাটফর্মে বসে রয়েছে কুটুস ও সেই মহিলা। সাদা ধবধবে রঙের কুকুরটির চেহারাও মন্দ নয়। মহিলা এক বাটি দইভাত মেখে এক এক গ্রাস করে কুটুসের মুখে তুলে দিচ্ছেন। আর কুটুসও মহা-আনন্দে সব ভাত খেয়ে নিচ্ছে। ভিডিওটি দেখে বহু মানুষ ওই মহিলার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *