বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

টোটোতে ডিএম – এসডিও , কোথায় দেখে নিন

Published on: September 26, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

গ্রামের দুর্গম কাঁচা রাস্তা ধরে টোটো করে আসছেন দুই সুন্দরী মহিলা। বন্যাকবলিত এলাকায় হঠাত্‍ করে এমন দৃশ্য দেখে গ্রামবাসীরা ভেবেছিল, কোনও ছবির শ্যুটিং হচ্ছে বোধ হয়। কিন্তু তাল কাটল, যখন ওই দুই মহিলা বন্যাদুর্গতদের সমস্যা শুনতে এগিয়ে এলেন।যোগ দিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে। পরে তাঁরা জানতে পারেন, ওই দুই মহিলা অভিনেত্রী নন বরং একজন জেলাশাসক এবং অন্যজন মহকুমা শাসক।

প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামী তিন দিন প্রবল বজ্রবিদ্যু-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এর মধ্যেই বন্যাকবলিত জেলাগুলি পরিদর্শন করতে রাজ্যে আসে কেন্দ্রের প্রতিনিধি দল। শনিবারই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রের ছয় সদস্যের প্রতিনিধিদল। তাঁদের মধ্যে দু’জন খানাকুলের রূপনারায়ণের নদী বাঁধ পরিদর্শন করতে। খানাকুলের ২-এর ধান্যঘোরী গ্রাম পঞ্চায়েত এলাকায় তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন হুগলির জেলাশাসক পি দীপাপ্রিয়া এবং আরামবাগের মহকুমা শাসক হাসিন জাহেরা। তাঁরা নিজেদের গাড়ি করেই আসছিলেন। কিন্তু গ্রামে ঢোকার মুখে আর গাড়ি যাওয়ার পরিস্থিতি না থাকলে শেষমেষ টোটোয় চেপে গ্রামে আসেন তাঁরা।

দুই মহিলা অফিসারের টোটোতে চড়ার দৃশ্য দেখে স্থানীয়রা অবাক হয়ে গিয়েছিলেন। প্রথমে তাঁরা ভাবে, কোনও ছবির শ্যুটিং হচ্ছে। কিন্তু বিশাল পুলিশ বাহিনী দেখে তাঁরা বুঝতে পারেন, ওই দুই মহিলা প্রশাসনের শীর্ষকর্তা। জেলাশাসক ও মহকুমা শাসককে দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল খানাকুলের এই বন্যা কবলিত এলাকায়। প্রত্যেকের সঙ্গে কথা বলেন তাঁরা। গ্রাউন্ড জিরোতে নেমে মানুষের সমস্যার কথা জানতে চান। সবরকম সাহায্যের ব্যবস্থাও করা হচ্ছে বলে আশ্বাস দেন।

Join Telegram

Join Now