সিপিআইএমের জেলা সম্মেলন

বীরভূমের দেউচা- পাঁচামি কয়লাখনি প্রকল্প নিয়ে রাজ্য সরকার যা বলছে তা স্পষ্ট নয়। এই নিয়ে স্থানীয় মানুষেরা যে আন্দোলন করছেন সি পি এম তার পাশে থাকবে। সিপিআইএমের পঁচিশতম পূর্ব বর্ধমান জেলা সম্মেলনের প্রথম দিনের শেষে সাংবাদিকদের একথা বলেন দলের রাজ্য সম্পাদক। তিনি আরো বলেন; রাজ্যের বাসিন্দাদেরই বহিরাগত বলা হচ্ছে এটাই আশ্চর্যের।

তিনি আরো বলেন; কলকাতা পুরভোটে দলের কমবয়সী কর্মীদের প্রার্থী করা হয়েছে। সেখানে বিজেপি নয়; দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরাই। অধিকাংশ বোরোতেও তারাই দ্বিতীয় স্থানে আছেন। তিনি আরো জানান; বাকি পুরসভাগুলির নির্বাচনে স্থানীয় পরিস্থিতি বিবেচনা করেই রণকৌশল ঠিক করবে সংশ্লিষ্ট জেলাই।


এবারের পূর্ব বর্ধমান জেলা সম্মেলন হচ্ছে টাউনহলে। সাংবাদিক সম্মেলনে দলের নেতা আভাস রায়চৌধুরী ও অপূর্ব চ্যাটার্জি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *