আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

গলসি থানার রক্তদান শিবিরে পড়ুয়াদের পড়ার সরঞ্জাম ও ফুটবল বিতরণ

Published on: May 24, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

গলসির থানায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির করলেন গলসি ওসি দীপঙ্কর সরকার। এদিনের ওই শিবিরে ৮১ জন স্থানীয় মানুষ ও পুলিশকর্মী রক্তদান করেন। পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনে সেভ ড্রাইভ সেফ লাইফ এর প্রভাব নিয়ে প্রবন্ধ প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্কুল পড়ুয়াদের পুরস্কৃত করা হয়।

গলসি ওসির ব্যবস্থাপনায় কয়েকদিন পূর্বে ২০ জন স্কুল পড়ুয়া নিয়ে ১০০ শব্দের একটি প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেন থানার স্টাফিক নোডাল অফিসার মোহন চক্রবর্তী। তাছাড়াও এদিন এলাকার ৫৩ জন আদিবাসী স্কুল পুড়ুয়ার হাতে খাতা, কলম, স্কুল ব্যাগ সহ পড়াশোনার সরঞ্জাম তুলে তুলে দেওয়া হয়। এর পাশাপাশি এলাকার ক্ষুদে ফুটবল খেলোয়াড়দের উৎপসাহ দিতে ২ টি আদিবাসী মহিলা দল ও সাতটি পুরুষ দলের হাতে একটি করে ফুটবল তুলে দেওয়া হয়।

তার সাথে সাথে শিবিরে সকল রক্তদাতাদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার কামনাশীষ সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিংহ রায়, ডিএসপি হেড কোয়াটার অতনু ঘোষাল, খন্ডঘোষ বিধান সভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, গলসি গ্রাম পঞ্চায়েত প্রধান সাহানাজ বেগম সহ অনেকে, গলসি থানার এমন উদ্যোগ এর প্রশংশা করেছেন রক্তদাতা থেকে স্থানীয় মানুষজন।

Join Telegram

Join Now