প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রোগীদের ফল বিতরণ
বিজেপি (BJP) শিবিরে উত্তেজনা তুঙ্গে। শুক্রবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi Birthday) ৭১ তম জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিন(Narendra Modi Birthday) উপলক্ষ্যে সাজসাজ রব ছিল গেরুয়া শিবিরে। ভারতীয় জনতা পার্টির নেতা, কর্মী, সমর্থকরা নমোর জন্মদিন পালনের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকদিন আগে থেকেই।দেশজুড়ে বিজেপির নেতা কর্মীরা একাধিক কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করছেন। অন্যথা হয়নি দুর্গাপুরেও। দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে মোদির জন্মদিন পালন করা হয়েছে বিশেষ ভাবে।
রোগীদের ফল, মিষ্টি বিতরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi Birthday) জন্মদিন পালন করলেন দুর্গাপুর(Durgapur) পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। শুক্রবার তিনি, দুর্গাপুর ডিএসপির মেন হসপিটাল এবং ইএসআই হাসপাতালে যান। সেখানে সমস্ত রোগীদের হাতে তিনি ফল, মিষ্টির প্যাকেট তুলে দেন। রোগীদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন। তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বিধায়কের পাশাপাশি, এদিনের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিজেপির অন্যান্য নেতাকর্মীরাও। তারাও হাসপাতালের রোগীদের ফল মিষ্টি বিতরণ করেন। প্রধানমন্ত্রীর জন্মদিনে(Narendra Modi Birthday) বিধায়কের কাছে থেকে এমন শুভেচ্ছা পেয়ে আপ্লুত রোগী এবং রোগীর পরিবার। রোগীরাও এদিন বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্থতা কামনা করেছেন।
এই বিষয়ে লক্ষণ ঘড়ুই বলেছেন, প্রধানমন্ত্রীর জন্মদিন(Narendra Modi Birthday) উপলক্ষে গোটা দেশজুড়ে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন রকম কর্মসূচি নিয়েছে। গোটা দেশজুড়ে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন সেবামূলক কাজকর্ম চলবে।আগামী ১৫ দিন চলবে এই সব কর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসেবে এদিন দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে রোগীদের হাতে ফলমিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহ তাদের বিভিন্ন রকম সেবামূলক কর্মসূচি রয়েছে। সেখানে বিজেপি নেতা কর্মীরা অংশগ্রহণ করবেন।
হাসপাতালের অনেক রোগী এই বিষয়ে বলেছেন, এই প্রথম তারা কোন প্রধানমন্ত্রীর এইভাবে জন্মদিন(Narendra Modi Birthday) পালন হতে দেখলেন। এর আগে তারা প্রধানমন্ত্রীর জন্মদিনে উপহার পাওয়ার মুহূর্ত প্রত্যক্ষ করেন নি। ভর্তি থাকা রোগীদের হাতে উপহার তুলে দেওয়া দেখে খুশি হয়েছেন তাদের পরিবারের লোকজন। তারা বলছেন, হাসপাতালে থেকে অনেক রোগীদের মন খারাপ হয়ে যায়। অনেক রোগী দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিত্সাধীন থাকেন। এই সময় সামান্য আনন্দের মুহূর্ত কাছে পেয়ে, তাদের মন খারাপ অনেকটা ঠিক হয়ে যায়। দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের অঙ্গ হতে পেরে তারা খুবই আনন্দিত, আপ্লুত।