দুঃস্থ মানুষদের বাড়ি গিয়ে গিয়ে কম্বল বিতরণ
বর্ধমান লায়ন্স ক্লাব ও বিশ্ব জাগৃতি মিশন এর যৌথ উদ্যোগে গুডসেড রোড এলাকায় 300 জন গরীব দুঃস্থ মানুষদের বাড়ি গিয়ে গিয়ে কম্বল বিতরণ করা হয় । উদ্যোক্তারা জানান প্রতি বছরই তারা মঞ্চ করে হাজার হাজার মানুষকে কম্বল বিতরণ করা হতো কিন্তু যেভাবে করোনা বেড়ে যাচ্ছে সেই কারণে কোনরকম মঞ্চ না করে অনুষ্ঠান কর্মসূচি না করে বাড়ি বাড়ি গিয়ে মানুষদের হাতে হাতে তুলে দেওয়া হলো শীতবস্ত্র এবং পথচলতি মানুষদের মাক্স বিতরণ করা হয় সাথে সাথে ।
সঙ্গে ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস , এরকম উদ্যোগ প্রতিবছর এ নিয়ে থাকেন লায়ন্স ক্লাব ও বিশ্ব জাগৃতি মিশন । বিশ্ব জাগৃতি মিশন এর সম্পাদক রাজেশ সাউ জানান দূরত্ব বজায় রেখে প্রতিটি সদস্য মুখে মাক্স পড়ে গুডসেড রোড এলাকায় গিয়ে এই কম্বল বিতরণ করলেন আগামী দিন যদি আরো কোন কিছু দরকার থাকে ওই এলাকার মানুষজন যোগাযোগ করলে তাদের সাহায্যের হাত বাড়াবেন বলে জানিয়েছেন । এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ ।