প্রত্যেক ব্লকে পৌঁছে যাচ্ছে দিদির উপহার
গরিব পরিবারগুলির জন্য এবারও পুজোর নতুন পোশাক পাঠানো শুরু করেছে রাজ্য সরকার। রাজ্যের ব্লকে-ব্লকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এমনই কিছু পোশাক পাঠানো শুরু হয়েছে। রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি পূর্ব মেদিনীপুরের মহিষাদলেও পৌঁছে গেল মুখ্যমন্ত্রীর পুজোর উপহার।করোনাকালে দু’বছর ধরে ঘোর বিপাকে সাধারণ মানুষ।
একটানা লকডাউনের জেরে বহু মানুষই কাজ হারিয়েছেন। অনেকে সংসারের খরচ চালাতে জীবিকার অন্য পথ বেছে নিয়েছেন। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই গরিব পরিবারগুলিকে পুজোর উপহার পাঠান মুখ্যমন্ত্রী। এবারও পুজোর বেশ কিছুটা সময় আগেই ব্লকে-ব্লকে নতুন পোশাক পাঠানো শুরু করেছে রাজ্য সরকার।
ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকেও এসে পৌঁছেছে কয়েক হাজার নতুন পোশাক। সেই পোশাক ব্লকের ১১ টি পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের কাছে পাঠিয়ে দেওয়ার কাজও শুরু হয়েছে পুরোদমে। এই কাজের তদারকি করছেন মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী।