মালদায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন জমা
মালদা :- ৪ দফা দাবির ভিত্তিতে মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ গ্রামীণ জন স্বার্থ রক্ষক কর্মী ইউনিয়ন। সোমবার দুপুর দুটো নাগাদ মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তরের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা।
তাদের দাবি নিম্নতম ৪ হাজার টাকা বেতন প্রদান, মৃত কর্মীদের কাজের সুযোগ সহ মোট চার দফা দাবি নিয়ে অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন তারা। দীর্ঘক্ষন বিক্ষোভ প্রদর্শনের পর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শৈবাল ব্যানার্জির হাতে একটি দাবি পত্র তুলে দেন তারা।
তাদের দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন বলেও জানান তারা ।