সিপিআইএমের পক্ষ থেকে ডেপুটেশন
সামনেই বর্ধমান পৌরসভা নির্বাচন। ইতিমধ্যেই এই নির্বাচন নিয়ে নিজেদের ঘুটি সাজাচ্ছে প্রত্যেক রাজনৈতিক দল। এখনো পর্যন্ত সরকারি ভাবে নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ না জানালেও বিরোধী রাজনৈতিক দল সিপিআইএম কিন্তু নির্বাচন নিয়ে পথে নেমে পড়েছে। আজ দলের বর্ধমান শহর জোনাল কমিটির পক্ষ থেকে বর্ধমানের সদর মহকুমা শাসক উত্তর এর কাছে ভয় মুক্ত পরিবেশে নির্বাচন করার দাবি জানিয়ে এক ডেপুটেশন দেওয়া হয়।
এই ডেপুটেশন প্রসঙ্গে ডলি অন্যতম নেতা নজরুল ইসলাম বলেন, 2013 সালে পৌর নির্বাচনে যে সন্ত্রাস হয়েছিল তার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে সেই দাবিতেই দলের পক্ষ থেকেই ডেপুটেশন। মানুষ যাকে ভোট দিক সেই ভোট যাতে সে নিজে দিতে পারে এবং প্রত্যেক বিরোধী দল যাতে তাদের নমিনেশন দাখিল করতে পারে এটাই দলের পক্ষ থেকে দাবি পত্রে উল্লেখ করা হয়েছে বলে জানান নজরুল বাবু। এদিনই ডেপুটেশন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নেতা দীপঙ্কর দে, তরুণ রায়, সুকন্যা ব্যানার্জি।