সাইবারক্রাইম সচেতনতা শিবির
পূর্ব বর্ধমান জেলা পুলিশ সাইবারক্রাইমের বিভাগের পক্ষ থেকে ছাত্র ছাত্রী সাইবারক্রাইম সচেতনতা শিবির।
পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তালিত এলাকায় একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে সাইবার ক্রাইম নিয়ে ছাত্র ছাত্রীদের নিয়ে বিশেষ সচেতনতা শিবিরঅনুষ্ঠিত হল বুধবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাইবারক্রাইম ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে। মানুষ ডিজিটাল দুনিয়ায় যত বেশি অভ্যস্ত হচ্ছে পাল্লা দিয়ে ততই বেড়ে চলেছে অপরাধের সংখ্যা প্রতিদিনই জেলার কোথাও না কোথাও সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন সাধারণ মানুষেরা।
তাই সাধারন মানুষকে বিভিন্ন রকমের সাইবার ক্রাইমের হাত থেকে বাঁচাতে সচেষ্ট পুলিশ।এদিন ওই বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক তাপস সিনহা জানিয়েছেন, ছাত্রছাত্রীরা অনেক সময় অনেক সোশল মেডিয়া হ্যাকিংয়ের শিকার হয়ে থাকেন। প্রতারকদের চাপে পড়ে অনেক সময় চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয় অনেক ছেলেমেয়েই। তাই এইদিন ক্রাইম ডিপার্টমেন্টের অফিসাররা এই সচেতনতা সভা থেকে ছাত্র-ছাত্রীদের সাইবার ক্রাইম এর বিভিন্ন ধরন সম্পর্কে এবং তার থেকে বাঁচার উপায় নিয়ে সচেতন করেন।