রেশন দোকানে তালা ঝুলিয়ে দিলো গ্রাহকরা
একদিকে যখন দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে সরকারি তরফে, নদীয়ার নাকাশিপাড় থানা এলাকার 89 নম্বর চন্দনপুরে 2500 মানুষ রেশন ব্যবস্থা থেকে বঞ্চিত দীর্ঘ তিন মাস যাবত্। তাদের দাবি এ বিষয়ে ডিলারের কাছে অনুনয় বিনয় করেও মেলেনি ফল, উর্দ্ধতন কর্তৃপক্ষ দেয়নি গুরুত্ব।শুধুমাত্র কম্পিউটারের ভুল বলে জানিয়েছেন তারা ।
তাই আজ বাধ্য হয়েই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে রেশন দোকানে তালা ঝুলিয়ে দিলো গ্রাহকরা। এবং বিক্ষোভ দেখাতে থাকে ওই রেশন দোকান ঘিরে। ঘটনাস্থলে পৌঁছেছে নাকাশিপাড়া থানার পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, রেশন কবে দেওয়া হবে সে বিষয়ে প্রশাসনের লিখিত ছাড়া, কিছুতেই এই বিক্ষোভ থেকে সরবেন না তারা। ডিলারের সাথে যোগাযোগ করছে প্রশাসন, এই মুহূর্তে তিনি পলাতক বলে জানা যাচ্ছে এলাকা সূত্রে।