সিপিআইএম নেতা উদয় সরকারের জীবনাবসান
সিপিআই(এম), পূর্ব বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, কৃষকসভার নেতা ও অবিভক্ত বর্ধমান জেলার জেলাপরিষদের সভাধিপতি কমরেড উদয় সরকার আজ গভীর রাতে জীবনাবসান হয়েছে।
গত ২০২০ সালের মার্চ মাসে কোভিডের সময় প্যানক্রাইটিস-এ ক্যান্সার রোগে আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৬ অক্টোবর বর্ধমান ক্যামরী হাসপাতালে ভর্তি হন।
মরদেহ প্রথমে তাঁর বর্ধমানের বাসভবনে, তারপর সিপিআই(এম) জেলা দপ্তরে সকাল ৯.৩০ টায় নিয়ে আসা হবে। শেষশ্রদ্ধা জানানোর জন্য ১ ঘণ্টা মরদেহ শায়িত থাকবে জেলা দপ্তরে। তারপর সকাল ১০.৩০ টায় সেখান থেকে সগরাই পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা হবে। কামাড়গড়ে তাঁর গ্রামে শেষকৃত্য সম্পন্ন হবে।