বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বর্ধমানে সাংবাদিকদের ছবি তুলতে বাধা সিপিআইএমের

Published on: February 27, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

নিজেদের ব্যর্থতাকে ঢাকতে কার্যত সাংবাদিকদের কাঠগড়ায় তুললেন সিপিআইএমের বর্ধমান শহর নেতৃত্ব। রাজ্যে 108 টি পৌরসভার সঙ্গে আজ বর্ধমানে ছিল পৌরসভা নির্বাচন।সেই নির্বাচনে বিজেপি, সিপিএম সহ প্রত্যেক বিরোধী দল প্রার্থী দিয়েছিল।নির্বাচনের আগে থেকেই শাসকদলের পাশাপাশি বিজেপি প্রচার চালালেও বামফ্রন্ট প্রার্থীদের সেই ভাবে দেখা যায়নি।আজও শহরের প্রায় কোন কেন্দ্রেই বামেদের নিদেনপক্ষে একটা ঝান্ডা ও চোখে পড়েনি।এমনকি শহরের অধিকাংশ বুথেই ছিল না কোন বাম প্রার্থীর এজেন্ট।

নির্বাচনের আগেই কার্যত হার মেনে নেওয়া বাম নেতৃত্ব বিশেষ করে সিপিআইএম নিজেদের ব্যর্থতা ঢাকতে আজ কার্জন গেট চত্বরে বিক্ষোভ প্রদর্শনের সময় সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের উপর হঠাৎই চড়াও হয়।তাদের বক্তব্য সাংবাদিকরা নাকি বামেদের খবর ঠিকমতো করে না।এক্ষেত্রে সিপিআইএমের কিছু উঠতি ছাত্রনেতা রীতিমতো যুদ্ধংদেহী মেজাজে নির্লজ্জের মত আক্রমণ করলো পেশার খাতিরে খবর করতে আসা সাংবাদিকদের উপর। পরে পরিস্থিতি রীতিমতো খন্ডযুদ্ধের চেহারা নিলে কয়েকজন বরিষ্ঠ সাংবাদিকের মধ্যস্থতায় নিয়ন্ত্রণে আসে।

কিন্তু হঠাৎ করে সাংবাদিকদের উপর আক্রমণ কেন?এক্ষেত্রে সিপিআইএমের কোন নেতা মুখ না খুললেও,শহরবাসীর বক্তব্য,দীর্ঘদিন ধরেই রাজ্যে ক্ষয়িষ্ণু বাম শক্তি,যে বর্ধমান ছিল এককালে লাল দুর্গ দলের পতাকা টাঙানোরও একটা লোক নেই।পুর নির্বাচনে শাসকদলকে কার্যত ওয়াকওভার দিয়ে দেওয়া বাম নেতৃত্ব নিজেদের মুখ বাঁচাতে,নিজেদের ব্যর্থতা ঢাকতে আক্রমণ শানালো সাংবাদিকদের ওপর।এই ধরনের ঘটনা যত ঘটবে আগামী দিনে সিপিআইএম তথা বামফ্রন্ট অস্তিত্বহীন হয়ে হয়ে সাইনবোর্ডে পরিণত হবে বলে অনুমান শহরবাসীর।

Join Telegram

Join Now