দুয়ারে কোভিড সচেতনতা প্রচার

পূর্ব বর্ধমান :- মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন ঘোষালের নেতৃত্বে ৫ সদস্যের টিম নিয়ে দুয়ারে কোভিড সচেতনতা প্রচার চালানো হয়। আজ মেমারি হাসপাতাল এলাকা থেকে শুরু করে ১৬ টি ওয়ার্ডের পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে ঘুরে মানুষকে কোভিড সচেতনতায় প্রচার করেন এবং যাদের মুখে মাস্ক নেই তাদের হাতে মাস্ক তুলে দেন। গতকাল বিকাল ৫ টা পর্যন্ত মেমারির শহরে ১৯ জন আক্রান্ত হয়েছেন। ফলে এলাকার মানুষকে অতি সচেতন করতে দুয়ারে দুয়ারে গেলেন মেমারি শহর সভাপতি স্বপন ঘোষাল।

এই পরিক্রমার মধ্যে মেমারি কৃষ্ণবাজার এলাকায় রেশন ডিলারের সামনে দেখা যায় শতাধিক মানুষ দুরত্ববিধি না মেনে লাইন দিয়ে দাঁড়িয়ে রেশন নিচ্ছেন। শহর সভাপতি ও ১নং ওয়ার্ড সভাপতি অজিত সিং রেশন ডিলারকে মাস্ক না থাকলে রেশন দেওয়া যাবে না এবং গোল দাগ কেটে দিয়ে দূরত্ব বিধি মেনে নিলে রেশন দেওয়া যাবে এই ঘোষণা দিতে বলা হয় এবং লাইনে দাঁড়িয়ে থাকা মানুষকে দূরত্ব বৃদ্ধি মেনটেন করে আগে দাঁড় করিয়ে তবে রেশন দেওয়া হোক নির্দেশ দেওয়া হয়।

এরপর কৃষ্ণবাজার নিমতলা এলাকায় একটি চিঁড়ে কলে দেখা যায় ভেতর থেকে বাইরে প্রায় শতাধিক মানুষ গাদাগাদি করে চিঁড়ে ভাঙ্গার জন্য ঘরের ভেতর থেকে জিটি রোড সাইড পর্যন্ত দাঁড়িয়ে ও বসে আছে, অনেকেরই মুখে মাস্ক নেই। চিঁড়ে কল মালিককে ডেকে সভাপতি ধমক দেন এবং ভিড় সরানোর কথা বলেন। একই সঙ্গে তাদের টোকেন ও সময় দিয়ে দিতে বলেন। নির্দিষ্ট সময়ে এসে তাদের চিঁড়ে নিয়ে যাবেন।

তারপর রাস্তায় প্রায় সর্বত্রই বহু মানুষকে দেখা যায় মাস্ক ছাড়াই বাড়ির বাইরে বের হতে। এদিন অজিত সিং ও স্বপন ঘোষাল যেখানে যে ওয়ার্ডে গেছেন সেখানকার স্থানীয় তিনচারজনকে সঙ্গে নিয়ে পাড়ায় পাড়ায় প্রচার করেন। এই পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলার বিষয়ে প্রশ্ন করলে আদালতে বিচারাধীন বলে এড়িয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *