অনলাইনে প্রতারিত গ্রাহক
অনলাইনে মন্দিরে পুজো দিতে গিয়ে প্রতারিত মহারাষ্ট্রের দাদর এলাকার এক গ্রাহক
অনলাইনে মন্দিরে পুজো দিতে গিয়ে প্রতারিত মহারাষ্ট্রের দাদর এলাকার এক গ্রাহক। সেই অনলাইন সংস্থা বা কোম্পানির নামে অভিযোগ দায়ের। তার তদন্তে নেমে মহারাষ্ট্রের দাদর থানার পুলিস শনিবার বোলপুরের মিশন কম্পাউন্ড এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে। জানা গিয়েছে সুপর্ণ সরকার নামে সেই যুবক ওই অনলাইন সংস্থায় চাকরি করতো।
তাকে রবিবার বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। সেখানেই দাদর থানার পুলিশ ধৃতকে তিন দিনের হেফাজতে নিয়েছে। ইতিমধ্যেই তদন্তের স্বার্থে তাকে মহারাষ্ট্র নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, প্রতারিত হওয়ার পর সেই গ্রাহক অভিযোগ দায়ের করে থানায়।
তারপরই মহারাষ্ট্র পুলিশ তদন্তে নেমে কলকাতার সেই অনলাইন সংস্থার ঠিকানায় পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে সেই গ্রাহকের থেকেই বোলপুরের এই যুবকের ফোন নাম্বার পায়। তারপরই তাকে গ্রেফতার করা হয়। যদিও এই বিষয়টি সম্পর্কে অভিযুক্ত কিছুই জানেনা বলে দাবি করেছে।